Job Scam: অভিজিত গাঙ্গুলির বাড়িতে চাকরিপ্রার্থীদের কান্না ‘আমাদের উদ্ধার করুন’

নিয়োগ দুর্নীতিতে (Job Scam) জর্জরিত তৃণমূল সরকার। এ রাজ্য এমনও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল। তৃণমূল জমানায় মেধার ভিত্তিতে নিয়োগ না পেয়ে চাকরিপ্রার্থীরা ধর্না দিলেন খোদ…

নিয়োগ দুর্নীতিতে (Job Scam) জর্জরিত তৃণমূল সরকার। এ রাজ্য এমনও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল। তৃণমূল জমানায় মেধার ভিত্তিতে নিয়োগ না পেয়ে চাকরিপ্রার্থীরা ধর্না দিলেন খোদ বিচারপতি অভিজিত গাঙ্গুলির বাড়িতে। বিচারপতি গাঙ্গুলি চাকরির নিয়োগ দুর্নীতির মামলায় একটার পর একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে তীব্র চর্চিত। তাঁর কাছেই এবার SLST শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা গেলেন।

বিচারপতির বাড়ির নিরাপত্তা রক্ষীরা নিয়ম মাফিক সবাইকে আটকে দেন। তবে বিচারপতি নিজে বাড়ির বাইরে এসে চাকরিপ্রার্থীদের সাথে কথা বলেন। তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি ‘আমাদের উদ্ধার করুন’।

চাকরিপ্রার্থীরা জানান, তাঁরা ২০১৬ সালের এসএলএসটি ক্যান্ডিডেট। শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও মামলা চলায় নিয়োগপত্র এখনও পাননি। বিচারপতি তাদের লড়াই জারি রাখার পরামর্শ দেন।

চাকরিপ্রার্থীরা বলেন, তাদের চাকরি নেই। মামলার খরচ জোগাড় করা দুঃসাধ্য। বিচারপতি অভিজিত গাঙ্গুল্ বলেন, আপনারা লিগাল এইডে গিয়ে আবেদনপত্র জমা দিন। নিশ্চয়ই সেখান থেকে বিনা খরচে আইনি সাহায্য পাবেন। তিনি আরও বলেন, আমার কাজের একটা ক্ষেত্র আছে। আমি এভাবে চাকরি পাইয়ে দিতে পারি না। তার জন্য আইনেরই দ্বারস্থ হতে হবে।