JU Student Death: আমি ভাল নেই মা। আমার খুব ভয় করছে… মৃত্যুর আগে মাকে শেষ ফোন স্বপ্নদীপের

বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাঁদ থেকে পড়ে পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে নদিয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডুর। তবে…

বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাঁদ থেকে পড়ে পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে নদিয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডুর। তবে তাঁর মৃত্যু নিয়ে উঠছে অনেক প্রশ্ন। মৃত্যুর আগে মা-কে ফোন করেন স্বপ্নদীপ। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পিছনে কী ছিল কারুর হাত? মাত্র বিশ্ববিদ্যালয়ে একদিন ক্লাস করার পরই এমন ঘটিনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। স্বপ্নদীপের মামা অরূপ কুণ্ডু জানান যে মৃত্যুর আগে মা-কে ফোন করেছিলেন স্বপন্দীপ। স্বপ্নদীপের মামা জানান মা কে ওই ছাত্র বলেন, “‘আমি ভাল নেই মা। আমার খুব ভয় করছে। তুমি এসো, তোমার সঙ্গে অনেক কথা আছে।“ অরূপ কুণ্ডু জানান যে এই কথা রাত সাড়ে ৯টা নাগাদ হয়। কিন্ত এরপর বারবার ফোন করলেও ওই ছাত্র আর ফোন ধরেনি বলে দাবি করেন অরুপ।
এই ফোনের ঘণ্টাখানেক পর হস্টেল থেকে ফোন যায় বাড়িতে। জানানো হয়, ছাদ থেকে পড়ে গিয়েছেন স্বপ্নদীপ।

   

বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে নদিয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপের। তাঁকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি, ভোর সাড়ে ৪টে নাগাদ হাসপাতালে মৃত্যু হয় স্বপ্নদীপের। কলকাতায় ছুটে এসেছেন স্বপ্নদীপের বাবা ও আত্মীয়রা।
আত্মহত্যার কথা মানতে নারাজ স্বপ্নদীপের পরিবার। স্বপ্নদীপের মামা জানান, “ “আমাদের সন্দেহ তো হচ্ছেই। ও সুইসাইড কেন করবে? যে মায়ের সঙ্গে কথা বলল, সে কীভাবে কিছুক্ষণের মধ্যে সুইসাইড করতে পারে? পাগল তো নয়!”

স্বপ্নদীপের মামা দাবি করেন যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়ে কোনও অসুবিধা ছিল না স্বপ্নদীপের। বাবাকে ফোন করেও জানান স্বপ্নদীপ যে সে ক্লাস করে খুশি। অরুপ বাবু সন্দেহ করছেন যে স্বপ্নদীপ র্যা গিং-এর শিকার। এই বিষয়ে তদন্ত চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি লিখেছেন তিনি। অপর দিকে ছাত্র সংগঠন এসএফআই ও ডিএসও-র তরফেও র্যা গিং-এর অভিযোগ আনা হয়েছে। FIR দায়ের করেছেন স্বপ্নদীপের পরিবার।