‘গরীব তাই পুলিশ ফাসাচ্ছে ‘ দাবি স্বপ্নদীপ মৃত্যুর ঘটনায় ধৃত অভিযুক্তের

‘খুনি নই ফাঁসানো হয়েছে’ দাবি যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত এক অভিযুক্তের। প্রিজন ভ্যান থেকে এক অভিযুক্ত দাবি করেছে কোনও ব়্যাগিং হয়নি। তার বিরুদ্ধে মিথ্যে…

‘খুনি নই ফাঁসানো হয়েছে’ দাবি যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত এক অভিযুক্তের। প্রিজন ভ্যান থেকে এক অভিযুক্ত দাবি করেছে কোনও ব়্যাগিং হয়নি। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে। যাদবপুরের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জয়দেব ঘোষ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ আলিপুর কোর্টে জয়দেব ঘোষকে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানে আরো দুজন অভিযুক্ত ছিলেন।

তার মধ্যে সংবাদমাধ্যম স্বপ্নদীপের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করলে, প্রশ্নের উত্তরে এক ছাত্রের দাবি, ব়্যাগিং হওয়ার কোনও ঘটনা ঘটেনি। তাদেরকে ফাঁসানো হচ্ছে। একইসঙ্গে সে আরো দাবী করে যেহেতু তারা গরীব তাই পুলিশ তাদের ফাঁসাচ্ছে। মাত্র তিন দিন হোস্টেলে আসা ছাত্রের কিভাবে মৃত্যু হল এই প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হলে সে দাবী করে, কোনও ব়্যাগিং ওই ছাত্রের সঙ্গে হয়নি সে একাই করিডোর থেকে ঝাঁপ দিয়েছে।

গত বেশ কয়েকদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ ওই ছাত্রকে ব়্যাগিং করার কারণে তার মৃত্যু। এর জেরেই বারো জনকে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যেই এক ছাত্রের এমন চাঞ্চল্যকর মন্তব্যে, রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে।