রেগে কাঁই অনুব্রত, একই ঘরে শুচ্ছে SSC দুর্নীতিতে ধৃত শান্তি-অশোক

রেগে গেছেন গোরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃ়ণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ‘সিবিআই গুহা’ নিজাম প্যালেসের একই ঘরে বিছানা পাতা হয়েছে এসএসসি…

রেগে গেছেন গোরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃ়ণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ‘সিবিআই গুহা’ নিজাম প্যালেসের একই ঘরে বিছানা পাতা হয়েছে এসএসসি (SSC) দুর্নীতির তদন্তে গ্রেফতার হওয়া অশোক সাহা ও শান্তিপ্রসাদ সিনহার। এই দুজনের সঙ্গে থাকতে চাননা অনুব্রত।

আপাতত নিজাম প্যালেসের ১৪ তলার বাসিন্দা বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাকে চিকিৎসকরা হাঁটাচলার পরামর্শ দিয়েছেন। সূত্রের খবর,সিবিআই দফতরের খাবার ভালো লাগছে না অনুব্রত মণ্ডলের। তাই চিনার পার্কের ফ্ল্যাট থেকেই আসছে খাবার।

তবে বাকি দু’জনের সঙ্গে রুম শেয়ার করতে নারাজ অনুব্রত মণ্ডল। আইনজীবীদের কাছে একথা জানিয়েছেন তিনি। সিবিআই এই আবেদন মঞ্জুর করবে কিনা তা নিয়ে চর্চা চলছে।

গোরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের দু’টি সংস্থার নাম পেয়েছে সিবিআই। এসব সংস্থার মাধ্যমে টাকা লেনদেন হত বলে সূত্র পেয়েছে সিবিআই। টাকা আর কাদের কাছে যেত? সবটা খতিয়ে দেখছে সিবিআই। গোরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বিএসএফের আধিকারিক সতীশ কুমার, টি়এমসি নেতা এনামুল হক, বিকাশ মিশ্র ও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের লিখিত বয়ান নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।