রামনবমী সংঘর্ষে পুলিশমন্ত্রী হয়ে পুলিশ কর্মীদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন মমতা: সেলিম

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হাওড়ায় সংঘর্ষের জেরে রাজনৈতিক মহল সরগরম। এই পরিস্থিতির জন্য বিজেপিকেই দুষেছেন (Mamata Banerjee)  মুখ্যমন্ত্রী একইসঙ্গে গোটা ঘটনায় পুলিশের ব্যর্থতা রয়েছে বলেও…

Mamata banarjee

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হাওড়ায় সংঘর্ষের জেরে রাজনৈতিক মহল সরগরম। এই পরিস্থিতির জন্য বিজেপিকেই দুষেছেন (Mamata Banerjee)  মুখ্যমন্ত্রী একইসঙ্গে গোটা ঘটনায় পুলিশের ব্যর্থতা রয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর অবস্থানকে তীব্র সমালোচনা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজে পুলিশমন্ত্রী হয়ে পুলিশ কর্মীদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আসলে মুখ্যমন্ত্রী সেফ খেলছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সেলিম। তাঁর প্রশ্ন, ওখানে গন্ডগোলের আবহ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী রামনবমীর দু’দিন আগে থেকে নবান্ন ছেড়ে গঙ্গার উল্টো পাড়ে এসে বসেছিলেন। আসলে মুখ্যমন্ত্রী সেফ খেলতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজের দলের নেতা, জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রণ করতে পারলেন না? তাঁরাই তো দুবরাজপুর থেকে উত্তর ২৪ পরগনা, ইসলামপুরে বিএইচপি, আরএসএসের সঙ্গে মিলেমিশে এই উন্মাদনা ছড়িয়েছেন।

সেলিম আরও বলেন, বাংলায় ১২ মাস ধরেই উৎসব হয়। তার মধ্যে এখন নয়া সংযোজন রামনবমীর মিছিলও। যেটা ধেয়ে যায় মসজিদ এবং মাজারের দিকে। দেশের সর্বত্র সঙ্ঘ পরিবার ও তাদের সহযোগী সংগঠনগুলির নামে পরিকল্পনামাফিক এটা করা হচ্ছে। সেই পরিকল্পনায় এখানে তৃণমূলও মিশে গিয়েছিল। আসলে পঞ্চায়েত নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতি শুরু হয়েছে।

সিপিআইএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, ২ এপ্রিল, রবিবার শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছে।