Mohun Bagan: এই ভারতীয় লেফট-ব্যাককে নিতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড

এবারের ফুটবল মরশুমে একেবারে আত্মবিশ্বাসের তুঙ্গে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। শুরুতে দল কিছুটা ঝিমিয়ে পড়লেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে মনবীর-প্রীতমরা।

Indian left-back Akash Mishra playing football

এবারের ফুটবল মরশুমে একেবারে আত্মবিশ্বাসের তুঙ্গে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। শুরুতে দল কিছুটা ঝিমিয়ে পড়লেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে মনবীর-প্রীতমরা। দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয়ের পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাদের। ডার্বি জয় থেকে শুরু করে ওডিশা, হায়দরাবাদ ও বেঙ্গালুরু এফসির মতো টিম কে হারিয়ে এবারের আইএসএল জিতেছে এটিকে মোহনবাগান।

এবার মিশন সুপার কাপ। তাই আগামী মাসের শুরু থেকেই অনুশীলনে নামছে গো টা দল। কারন এই কাপ টুর্নামেন্ট জিতলেই এফসি কাপের ছাড়পত্র আসবে তাদের হাতে। এই পরিস্থিতিতে দল গঠনের দিকে বাড়তি গুরুত্ব দিতে চায় এটিকে ম্যানেজমেন্ট। সেইমতো হায়দরাবাদ এফসির এক তরুন ডিফেন্ডার কে দলে নিতে চায় সবুজ-মেরুন।

সেইমতো নাকি হায়দরাবাদের তরুন ফুটবলার আকাশ মিশ্রার সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাগান শিবির। জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমের জন্য কলকাতার এই প্রধানে খেলতে আসতে পারেন আকাশ। উল্লেখ্য, এবারের আইএসএল শেষ হওয়ার পর থেকেই হায়দরাবাদ দলে ভাঙন ধরাতে শুরু করেছে আইএসএলের অন্যান্য দল গুলি। দলের কোচ আগামী মরশুমে চলে যাচ্ছেন এফসি গোয়ায়। পাশাপাশি দলের দুই ফুটবলার রোহিত দানু ও হোলিচরন নামজারি উভয়েই যেতে চলেছেন বেঙ্গালুরু এফসি দলে। তাই আকাশ মিশ্রা হায়দরাবাদ ছাড়লে খুব একটা অবাক হবেন না কেউ।

অন্যদিকে, আইএসএল জয়ের পর থেকেই খেলোয়াড় ছাটাই করার কথা উঠে আসছে সবুজ-মেরুনের তরফ থেকে। এক্ষেত্রে কাঠগড়ায় উঠেছে স্লাভকো ও ব্রেন্ডন হ্যামিলের নাম। পারফরম্যান্সের নিরিখে স্লাভকো যথেষ্ট এগিয়ে থাকায় দল থেকে বাদ পড়তে পারেন হ্যামিল। তার বদলেই হয়ত ভারতীয় ডিফেন্ডার নিচে চাইছে এটিকে মোহনবাগান।