বিজেপির (BJP) নবান্ন অভিযান রুখতে পুলিশ জলকামান ছুঁড়ছে। হাওড়া (Howrah) জেলা পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে এগোতে গিয়ে জলের তোড়ে দিশেহারা বিজেপি সমর্থকরা। তবে এই ঘটনায় সাঁতরাগাছি সরগরম। অন্যদিকে হাওড়া ময়দানে বিজেপি কর্মীরা জলের পাউচ ছুঁড়তে শুরু করেন। সেখানে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দলটির রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদার।
আর কলকাতায় কলেজ স্কোয়ারে বিজেপির মিছিলে নেতৃত্ব দেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। চলে ধস্তাধস্তি।
আর হাওড়ার সাঁতরাগাছিতে নবান্ন অভিযানের মিছিল শুরু হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ। ক্ষুব্ধ বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেডি কিম বলেছেন। উত্তর কোরিয়ার একনায়ক শাসনের সঙ্গে রাজ্যের তৃ়ণমূল কংগ্রেস শাসনকে তুলনা করেছেন। তাঁকে লালবাজারে আনা হয়।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে জেলায় জেলায় নেতাদের পথ আটকানো হয়। বেশ কিছু সময় ধরে পুলিশের সঙ্গে বিরোধী পক্ষের নেতৃত্বের মধ্যে বচসা চলে। হাওড়া ও কলকাতা পুলিশের তরফে শহরের একের পর এক রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হয়।
আর হাওড়ার সাঁতরাগাছিতে নবান্ন অভিযানের মিছিল শুরু হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ। ক্ষুব্ধ বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেডি কিম বলেছেন। উত্তর কোরিয়ার একনায়ক শাসনের সঙ্গে রাজ্যের তৃ়ণমূল কংগ্রেস শাসনকে তুলনা করেছেন। তাঁকে লালবাজারে আনা হয়।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে জেলায় জেলায় নেতাদের পথ আটকানো হয়। বেশ কিছু সময় ধরে পুলিশের সঙ্গে বিরোধী পক্ষের নেতৃত্বের মধ্যে বচসা চলে। হাওড়া ও কলকাতা পুলিশের তরফে শহরের একের পর এক রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হয়।