Rampurhat Violance: গণহত্যাকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

রামপুরহাট গণহত্যাকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তদন্ত দ্রুত করে সত্য সামনে আনতে হবে। এদিন আদালতের তরফ থেকে জানানো হয়েছে, একটা সুযোগ…

রামপুরহাট গণহত্যাকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তদন্ত দ্রুত করে সত্য সামনে আনতে হবে। এদিন আদালতের তরফ থেকে জানানো হয়েছে, একটা সুযোগ রাজ্যকে দেওয়া হবে তদন্ত-সহ কেস ডায়রি, রিপোর্ট জমা দিতে হবে।

নিশ্চিত করতে হবে, ওই জায়গার কোনও তথ্য নষ্ট করা যাবে না। সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে।
ক্ষতিগ্রস্ত জায়গায় সব কোন থেকে ক্যামেরা লাগাতে হবে। ক্যামরা যেন সব রেকর্ড করে তা নিশ্চিত করতে হবে। কোনও তথ্য যেন নষ্ট না হয়। পর্যাপ্ত ক্যামেরায় মেমোরি রাখতে হবে। আদালতের পরের নির্দেশ ছাড়া রেকর্ড যেন বন্ধ না করা হয়।

   

এছাড়া জেলা আদালতের বিচারকের নজরদারিতে সিসিটিভি মনিটরিং করা হবে। ফরেন্সিক পরীক্ষার জন্য সিএফএসএল, দিল্লিকে দ্রুত ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করতে হবে। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় বলেন, ‘এলাকা তদন্তের জন্য ঘিরে রাখা আছে। ফরেনসিক টিম এলাকায় গেছে, তারা পরীক্ষা করছে। তারা প্রমাণ সংরক্ষণ করছে। আমি আদালতের স্বতঃপ্রণোদিত সিদ্ধান্তকে সানন্দে গ্রহণ করছি। আমরা তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আদালতের সামনে রিপোর্ট দাখিল করবো। ঘটনা নিয়ে রাজনীতি দুর্ভাগ্য জনক।’

অন্যদিকে বিজেপির পক্ষের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বলেন, ‘মৃত্যু নিয়ে বিভ্রান্ত হচ্ছে। পুলিশ বলছে ৮ দমকল বলছে ১০ । স্থানীয় মানুষ ঘর ছেড়ে চলে যাচ্ছে। ছোট আংগারিয়াতে ১১ জনের মৃত্যু হয়েছিল। সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নিরপেক্ষ তদন্ত কারি সংস্থা দিয়ে তদন্ত হোক। ডিজি ঘটনাস্থলে না গিয়ে পুরো পর্যবেক্ষণ না করে বিবৃতি দিয়েছেন। পুলিশের কাছ থেকে অবিলম্বে রিপোর্ট চাক আদালত।’ এছাড়া সিপিআইএম-এর আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ‘কুণাল ঘোষের বিবৃতি বিভ্রান্ত মূলক।’
বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘জ্ঞানবন্ত সিং আনিস খানের মামলার তদন্ত করছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত এটা একটি দলের অন্তর্বতী রাজনৈতিক সংঘর্ষ।’ এদিন আদালত জানায়, সমস্ত পোস্টমর্টেম করা হবে ভিডিয়োগ্রাফির নজরদারিতে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ফের শুনানি হবে।