গার্ডেনরিচকাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে গার্ডেনরিচকাণ্ড মামলার শুনানি ছিল। এর শুনানির শেষে তাঁদের বক্তব্য এই অবৈধ নির্মাণ প্রশাসনের…

Calcutta High Court

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে গার্ডেনরিচকাণ্ড মামলার শুনানি ছিল। এর শুনানির শেষে তাঁদের বক্তব্য এই অবৈধ নির্মাণ প্রশাসনের নজর এড়িয়ে হয়েছে বলে মনে হয় না।

বহুতল ভেঙে পড়ার ঘটনায় কী কী পদক্ষেপ করা হয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে তার রিপোর্ট চেয়েছে আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মন্তব্য করেন, ” বিপর্যয় মোকাবিলা দফতর উদ্ধারকার্য বন্ধ করে দিয়েছে। ধ্বংসস্তূপে আর কেউ আটকে থাকলে কী হবে?”

   

গার্ডেনরিচকাণ্ডে বৃহস্পতিবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবারই এই ইস্যুতে মামলা হয় হাইকোর্টে। প্রধান বিচারপতি এদিন নির্দেশ দেন, উপযুক্ত ক্ষতিপূরণ ও আশ্রয়ের ব্যবস্থা করতে হবে রাজ্যকে। এছাড়া তিনি আরও বলেছেন যে, ” বেআইনি নির্মাণ সংক্রান্ত আইন থাকলেই হবে না,তা বলবৎ করতে হবে। গুলি ছাড়া বন্দুক দিয়ে সৈন্যদের সীমান্তে যুদ্ধে পাঠিয়ে কী লাভ?”

এছাড়াও তিনি আরও বলেন, ” প্রতিটি পঞ্চায়েত সহ সব জায়গায় মনিটরিং সেল থাকা দরকার। যেখানে বাড়িটি তৈরি হচ্ছিল, সেখানে জলাভূমি ছিল বলে অভিযোগ উঠেছে।”

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ছাড়াও আপাতত কয়েক দিন খাবার সরবরাহ, রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করতে হবে জানিয়েছে হাইকোর্ট। যাঁরা বাড়ি হারিয়েছেন, তাঁদের জন্য তাঁবুর বন্দোবস্ত করতে বলেছে আদালত। আগামী ৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি