গত বছরের জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অতি-ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল। রাশি রাশি টাকা উদ্ধার করে নিয়ে যান ইডি কর্তারা। প্রায় ৫০ কোটি নগদ টাকা সহ উদ্ধার হওয়া একাধিক তথ্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এখন আবার নিয়োগ দুর্নীতি মামলায় হৈমন্তী মুখ্যোপাধ্যায়ের (Heimanti Gangopadhyay) নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের দাবি, হৈমন্তীর কাছে টাকা রয়েছে। তবে কী আরও এক অর্পিতার পর্দাফাঁস হতে চলেছে?
বৃহস্পতিবার তৃণমূল নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন, সব টাকা গোপাল দলপতি এবং তাঁর স্ত্রী হৈমন্তীর কাছে রয়েছে। আবার পরে জানা গেছে হাওড়ার বাকসাড়ায় পৈতৃক ভিটে রয়েছে হৈমন্তীর। যদিও পরিবারের দাবি দীর্ঘ সময় ধরে মেয়ের সঙ্গে যোগাযোগ নেই। আবার দাবি করছেন ১০ থেকে ১৫ দিন আগে মেয়ে এসেছিল। হৈমন্তীর নামে একটি কোম্পানির খোঁজ মিলেছে। যেখানে নমিনি হিসাবে রয়েছে গোপাল দলপতির নাম।
সূত্রের খবর, হৈমন্তীর নাম উঠে আসতে খোঁজ মিলছে না গোপাল দলপতির। তাঁর কোথায় রয়েছেন? তাঁদের খোঁজ নিয়ে শুরু হয়েছে একাধিক প্রশ্ন। চিটফান্ড মামলায় হাত পাকানো গোপাল এর আগে তিহাড় জেলে ছিলেন। গোপালের সঙ্গে ভালোবেসে বিয়ের পরে হৈমন্তীর সঙ্গে সম্পর্ক টেকেনি।
একইসঙ্গে হৈমন্তীর টালিগঞ্জের একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন হৈমন্তী। সেখানে যাতায়ত ছিল গোপাল দলপতির। কিন্তু তাঁদেরকে দেখে সেভাবে কোনও প্রশ্ন জাগেনি। এমনকি তাঁদেরকে এই প্রথমবার এত কিছু রহস্য উঠে আসতে তাজ্জব তাঁরা।