Heavy Rainfall: দুর্যোগের আশঙ্কা, এবার বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

রবিবার রাত থেকে মুষলধারে বৃষ্টি (Heavy rainfall) শুরু হয়েছে রাজ্যজুড়ে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতাজুড়েও। আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া…

Heavy Rainfall: দুর্যোগের আশঙ্কা, এবার বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

রবিবার রাত থেকে মুষলধারে বৃষ্টি (Heavy rainfall) শুরু হয়েছে রাজ্যজুড়ে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতাজুড়েও। আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস আরো জানাচ্ছে, বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুধু তাই নয়, সপ্তাহের প্রথম দিনই দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

এদিকে টানা বৃষ্টির জেরে একাধিক এলাকায় জল জমে গিয়েছে বলে জানা গিয়েছে। এমনকি পর্যটকদের ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Advertisements

হাওয়া মোরগ জানাচ্ছে, ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়াতে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ মালদা, পূর্ব বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে।