বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্বস্তি দিয়ে সপ্তাহের শেষে শহরজুড়ে নামল বৃষ্টি।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার ফলে সোমবার উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়…

স্বস্তি দিয়ে সপ্তাহের শেষে শহরজুড়ে নামল বৃষ্টি।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার ফলে সোমবার উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সেইসঙ্গে মৎস্যজীবীদের, আগামী ৮ থেকে ১১ ই আগস্ট গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন, তাদের ফিরে আসতে বলা হচ্ছে। ঐ সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

বিগত কয়েকদিনে গুমোট আবহাওয়ার জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া সদয় হয়নি। কয়েক শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। এহেন অবস্থায় বৃষ্টির পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তি দেবে সাধারণ মানুষকে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।