১২ বছর পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির সিলেবাস বদল

কলকাতা: পড়ুয়াদের ভিত আরও শক্ত করে গড়তে সিলেবাসে বদল আনতে চলেছে রাজ্য সরকার৷ প্রায় ১২ বছর পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে এই সিলেবাস…

CBSE Student

কলকাতা: পড়ুয়াদের ভিত আরও শক্ত করে গড়তে সিলেবাসে বদল আনতে চলেছে রাজ্য সরকার৷ প্রায় ১২ বছর পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে এই সিলেবাস বদল৷ সূত্রের খবর, ইতিমধ্যে নতুন সিলেবাস তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে৷ জুন মাসের মধ্যেই নতুন সিলেবাস তৈরির কাজ শেষ করার চেষ্টা করছে রাজ্য সরকার৷

জানা গিয়েছে, বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এই সিলেবাসে বদল আনার চিন্তা করেছে রাজ্য সরকার৷ এই সিলেবাস বদল হবে বিশিষ্টদের মতামতের ওপর ভিত্তি করে৷ সিলেবাস বিষয়ে পরামর্শ নেওয়া হবে অমর্ত্য সেন-সহ বহু বিশিষ্টদের৷ যাতে পড়ুয়ারা সঠিক বাস্তবমুখী শিক্ষা পায়৷

সিলেবাস বদলের বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি৷ কোন কোন জায়গায় পরিবর্তনের প্রয়োজন তাঁরা সেই বিষয়ে মতামত দেবেন৷” সেই সঙ্গে প্রায় ১০ বছর পর উচ্চমাধ্যমিকের সিলেবাসেও বদল আসতে চলেছে৷ ৪৭টি বিষয়ে সিলেবাস পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে৷