Weather: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, শারদ উৎসবে কাঁটা সেই নিম্নচাপ

ফের কলকাতায় নেই বৃষ্টির দেখা। আবারও ভ্যাপসা গরমে কালঘাম বেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষের। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কাটতে চাইছে না। যদিও সকাল…

Weather

ফের কলকাতায় নেই বৃষ্টির দেখা। আবারও ভ্যাপসা গরমে কালঘাম বেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষের। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কাটতে চাইছে না। যদিও সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। তবে কলকাতার জন্য সুখবর না শোনালেও পূর্ব মেদিনীপুরের জন্য সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া (Weather Office) দফতর। পূর্বাভাসে বলা হচ্ছে, শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rainfall) হতে পারে।

হাওয়া মোরগ জানিয়েছে, আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া উপকূলবর্তী সুন্দরবন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের ফলে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সহজেই আদ্রতাজনিত আবহাওয়ার হাত থেকে এখনই রেহাই পাবেন না বঙ্গবাসী।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই শুরু দুর্গাপুজো। এদিকে শেষ বেলার পুজোর বাজার জমে উঠেছে এখন। কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন বাজারগুলিতে। এহেন অবস্থায় বৃষ্টি কিছুটা হলেও আপনার সাধের পরিকল্পনা মাটি করতে পারে বলে জানা যাচ্ছে।