HomeKolkata Cityবর্ষা বিদায়েও স্বস্তি নেই, বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি

বর্ষা বিদায়েও স্বস্তি নেই, বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি

- Advertisement -

কলকাতা : আবহাওয়ার পূর্বাভাসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি! কলকাতার আবহাওয়া কী বলছে? দেশের বিভিন্ন প্রান্তেই এখনও থাকবে নাছোড় বৃষ্টি৷

পূর্বাভাস মতোই পুজো মিটতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টির বহর। দশমী পার থেকেই ফের আকাশের মুখভার ৷ দফায় দফায় হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements

পশ্চিমবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হবে উপকূলীয় জেলায়। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে দক্ষিণ ভারতে কেরলে ভারী বৃষ্টির হতে পারে৷ কেরলের ৫ টি জেলার রেড অ্যালার্ট ও ৭ টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷ এর আগে শুক্রবার রাজ্যের ৬ টি উত্তরের জেলার জন্যেও অ্যালার্ট জারি করেছিল৷ এছাড়া কর্ণাটকের দক্ষিণ ভাগেও প্রবল বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে৷

মৌসম বিভাগ শনিবার আরও বাড়তি সতর্কতা জারি করেছে রাজ্যের বিভিন্ন জেলায়৷ দক্ষিণ ভারতের এই অংশে এই প্রবল বৃষ্টির পূর্বাভাস আগামী দিনেও জারি থাকছে৷ আইএমডি-র পূর্বাভাস অনুযায়ি ১৬-১৮ তারিখ অবধি জম্মু কাশ্মীর, গিলগিট, বাল্টিস্তান, মুজফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়াণা, চণ্ডীগড় , দিল্লি , রাজস্থান ও পঞ্জাবের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ এছাড়া ১৭-১৮ অক্টোবর হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি হবে৷

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ