Heat Wave: থর মরুভূমির সঙ্গে পানাগড়ের গরম লড়াই চলছে

আবহাওয়ায় রকমফেরে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা শীতে যেমন শৈলশহরগুলিকে টেক্কা দেয়, গরমেও তারা দেশের উষ্ণতম অঞ্চলগুলিকে চ্যালেঞ্জ করতে শুরু করল।তাপপ্রবাহের (Heat Wave)নিরিখে পানাগড় ও…

Heat Wave

আবহাওয়ায় রকমফেরে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা শীতে যেমন শৈলশহরগুলিকে টেক্কা দেয়, গরমেও তারা দেশের উষ্ণতম অঞ্চলগুলিকে চ্যালেঞ্জ করতে শুরু করল।তাপপ্রবাহের (Heat Wave)নিরিখে পানাগড় ও বাঁকুড়া গরম যুদ্ধ শুরু করেছে রাজস্থানের থর মরুভূমির সঙ্গে!

Advertisements

আবহাওয়া বিভাগ জানাচ্ছ্, রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিম্ন জায়গায় তাপমাত্রা সোমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে। মঙ্গলবার একই রকম থাকবে পরিস্থিতি। বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা থর মরুভূমির দিনের তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি নথিভুক্ত করা হয়েছে।

   

উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও কলকাতা ও দক্ষিণবঙ্গের জন্য এখনও অবধি সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে এখনই কোনো বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। অন্তত আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার সহ আশপাশের অঞ্চলগুলিতে তাপপ্রবাহ আরও বাড়বে। উত্তর-পূর্ব ভারতেরও বেশ কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে।