বেআইনি পাথর পাচার নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল, অন্যদিকে এসএসসিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, এই দুজনকে নিয়ে চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছে রাজ্যের শাসক শিবির। তবে পার্থের ওপর থেকে ‘হাত’ তুলে…

গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল, অন্যদিকে এসএসসিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, এই দুজনকে নিয়ে চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছে রাজ্যের শাসক শিবির। তবে পার্থের ওপর থেকে ‘হাত’ তুলে নিলেও দল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির পাশে রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন গরু পাচারের ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ঠিক তখনই বেআইনিভাবে পাথর বোঝাইয়ের অভিযোগ উঠল বীরভূম জেলায়।

এমনকি সেই মামলায় রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্শি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে ওই মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অবিলম্বে বেআইনি ভাবে ওই টাকা তোলা বন্ধ করতে হবে। পরবর্তী শুনানির দিন সকলকে উপস্থিত ইডিকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে, সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন ধ্রুব সাহা। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাথর তুললে সরকারকে প্রতি কিউবিক মিটার পাথরের পরিবর্তে ১৩০ টাকা করে রাজস্ব দিতে হয়। খাদানের লিজ যার কাছ থেকে নেওয়া হয়েছে, তার কাছ থেকেই টাকা নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু খাদান এলাকায় বেনিয়মভাবে টাকা নেওয়া হয়। যা সরকারি টাকাকে ছাপিয়ে গেছে।