Madhyamik Exam: অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট

মাধ্যমিক পরীক্ষা নিয়ে ফের বড় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে…

মাধ্যমিক পরীক্ষা নিয়ে ফের বড় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে পরীক্ষায় টুকলি বন্ধ করতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারবে প্রশাসন ও মাধ্যমিক বোর্ড।

যেহেতু পরীক্ষা হলের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ তাই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ নয়। পরিষেবা চালু থাকবে এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করতে হবে। প্রসঙ্গত, বুধবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন বন্ধ থাকবে ইন্টারনেট? এই মর্মে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবারই জমা দিতে হবে হলফনামা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।

উল্লেখ্য, সোমবার থেকে গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। দু’ বছর পর চলতি বছর অফলাইনে পরীক্ষা চলছে। এদিকে এি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরুর প্রথম সোয়া এক ঘণ্টা শৌচালয়ে যেতে দেওয়াও হচ্ছে না পড়ুয়াদের। এছাড়াও রাজ্যের কিছু এলাকাকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেন গোয়েন্দারা।