আদ্রার মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের

শনিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস পুরুলিয়ার মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। সম্প্রতি পুরুলিয়ার আদ্রার তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবেকে প্রকাশ্যে খুন…

শনিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস পুরুলিয়ার মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। সম্প্রতি পুরুলিয়ার আদ্রার তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবেকে প্রকাশ্যে খুন করা হয়। ধনঞ্জয় চৌবের ভাইয়ের সঙ্গে ফোনে বিস্তারিত কথা বলেন রাজ্যপাল।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস ধনঞ্জয় চৌবের পরিবারের সদস্যদের ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার আশ্বাস দেন। এছাড়া, তৃণমূল নেতার সন্তানদের পড়াশোনার যাবতীয় সহযোগিতার কথাও বলেন রাজ্যপাল।

   

রাজ্যপাল এদিন প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন। এক প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজ্যপাল তৃণমূল নেতা খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনারকেও কড়া নির্দেশ দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

Advertisements

আদ্রার তৃণমূল কংগ্রেস নেতা ধনঞ্জয় চৌবেকে গুলি করে খুন করা হয় বৃহস্পতিবার রাতে। আদ্রায় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবেকে খুনের আগে এলাকা রেইকি (ঘুরে দেখা) করা হয়। তদন্তে উঠে আসছে ধনঞ্জয় চৌবেকে যেভাবে দলীয় দফতরে গুলি করা হয়েছে তাতে স্পষ্ট সেখানকার আটঘা়ঁট সম্পর্কে ওয়াকিবহাল ছিল খুনিরা। পুলিশের অনুমান সুপারি কিলার দিয়ে এই খুন করানো হয়েছে। এই খুনের ঘটনায় ৭ এম এম পিস্তল ব্যবহার হয়েছে। মোট ৮ রাউন্ড গুলি ছুঁড়েছে দুই সুপারি কিলার।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News