উপাচার্যদের সাপ্তাহিক রিপোর্ট চেয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি রাজ্যপালের

রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মাত্রা। ফের উপাচার্যদের সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের থেকে সাপ্তাহিক অ্যাক্টিভিটি রিপোর্ট চাওয়া…

West Bengal Governor CV Anand Bose

রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মাত্রা। ফের উপাচার্যদের সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত, রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের থেকে সাপ্তাহিক অ্যাক্টিভিটি রিপোর্ট চাওয়া হয়েছে। এর আগেও রাজভবনের তরফে এই রিপোর্ট চাওয়া হয়েছিল।

সূত্রের খবর, রাজভবনের তরফে চিঠি পাওয়ার পর কয়েকটি বিশ্ববিদ্যালয় রিপোর্টও পাঠিয়েছিল, কয়েকটি বিশ্ববিদ্যালয় আবার রিপোর্ট পাঠায়নি।

মনে করা হচ্ছে এবার সেই কারণে ফের রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের চিঠি দিয়ে অ্যাক্টিভিটি রিপোর্ট চাওয়া হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলি থেকে তিনজন করে সিনিয়র প্রফেসরদের নামের তালিকা ফের চাইল রাজভবন। সূত্রের খবর কয়েকটি বিশ্ববিদ্যালয় চিঠির প্রেক্ষিতে নাম পাঠালেও একাধিক বিশ্ববিদ্যালয় নাম পাঠাইনি।

এই প্রেক্ষাপটে, রাজ্যপালের অতি সক্রিয়তা মনোভাব নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীর নিয়ে আসার বিল বিধানসভায় গৃহীত হলেও এখনও রাজ্যপাল কেন স্বাক্ষর করেনি তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন শিক্ষামন্ত্রী।

অন্যদিকে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের আইনে বদল করে সার্চ কমিটি নতুন করে গঠন করা হয়েছে।

রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য উচ্চ শিক্ষা দফতরকে না জানিয়েই আচার্য নিয়োগ করছেন বলেও অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। এই পরিপ্রেক্ষিতে সিভি আনন্দ বোসের বিশ্ববিদ্যালয় গুলিকে এই চিঠি পাঠানো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন‌‌ অনেকেই।