সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া নেই, আদালতে জানাল মমতা সরকার

সরকারি কর্মচারিদের ডিএ (DA) বাকি তবুও ৪৩ হাজার পুজোকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণায় তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই পুজো অনুদান…

Chief Minister Mamata Banerjee

সরকারি কর্মচারিদের ডিএ (DA) বাকি তবুও ৪৩ হাজার পুজোকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণায় তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই পুজো অনুদান সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে মমতা সরকার জানিয়ে দিল রাজ্য সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই।

মঙ্গলবার রাজ্য সরকারের তরফে হলফনামা জমা দেওয়া হয়। এতে বলা হয়, রাজ্য সরকারের কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। তাই এই মামলার গ্রহণযোগ্যতা নেই। রাজ্যের তরফে জানানো হয়েছে ডিএর সঙ্গে সরকারি অনুদানের কোন যোগ নেই।

চলতি বছর শারোদতসব নিয়ে নেতাজী ইন্ডোরে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। কম টাকাতেও ভালো পুজো হয়। আমার ক্ষুদ্র ক্ষমতায় বিদ্যুতের ভর্তুকি ৫০ থেকে ৬০ শতাংশ বাড়ানো হল। আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভর্তি করবেন আশা করি। তাই ক্লাবগুলির অনুদান ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর এই অবস্থানে তীব্র বিতর্ক। কেন সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ মেটাচ্ছে না সরকার অথচ বিপুল অঙ্কের টাকা পুজো কমিটিগুলির পিছনে খরচ করা হচ্ছে উঠছে এই প্রশ্ন। সরকারকে কটাক্ষ করেছে তৃণমূলের কর্মচারি সংগঠনগুলি।