HomeKolkata Cityবাংলাদেশ সীমান্ত দিয়ে কলকাতায় পাচার হচ্ছিল বেআইনি সোনা, পাচারকারীরা ধৃত

বাংলাদেশ সীমান্ত দিয়ে কলকাতায় পাচার হচ্ছিল বেআইনি সোনা, পাচারকারীরা ধৃত

Published on

- Advertisement -

নিউজ ডেস্ক: শারোদৎসবের আগে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ বেআইনি সোনা পশ্চিমবঙ্গে পাচার রুখল প্রতিবেশি দেশের কাস্টমস বিভাগ। বাংলাদেশের খুলনার সাতক্ষীরা থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা হয়ে এই সোনার বার পাচার হচ্ছিল।

সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই থেকে গোপনে ঢাকায় আনা হয় বেআইনি ৫৮টি সেনার বার। এই সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। সোনার বার সাতক্ষীরা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা হয়ে কলকাতায় পাঠানোর ছক করে পাচারকারীরা।

গোপনে তদন্তে নামে বাংলাদেশের অভিবাসন বিভাগ ও পুলিশ। পাচারকারীরা যে বাসে সীমাম্তের দিকে আসছিল তাতে অভিযান চালানো হয়। এই অভিযানে বাসচালকসহ তিনজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। ঢাকায় সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মহম্মদ. আব্দুর রউফ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ