ইডি করবে জেরা, বেপাত্তা টলি-তৃণমূলী সায়নী লিখেছেন খুঁজে নাও আমায়!

খুঁজে দেখো আমি কোথায়! এমনই লিখেছিলেন তৃণমূল কংগ্রেস যুবনেত্রী তথা টলি-সুন্দরী (Saayoni Ghosh) সায়নী ঘোষ। তাঁর সেই দাবি এখন তাঁকেই তাড়া করছে। কোথায় আছেন সায়নী?…

খুঁজে দেখো আমি কোথায়! এমনই লিখেছিলেন তৃণমূল কংগ্রেস যুবনেত্রী তথা টলি-সুন্দরী (Saayoni Ghosh) সায়নী ঘোষ। তাঁর সেই দাবি এখন তাঁকেই তাড়া করছে। কোথায় আছেন সায়নী? কেউ খুঁজে পাচ্ছে না। রাজ্য জুড়ে শোরগোল।

অন্তর্ধানের ঠিক আগে তৃ়ণমূল যুবনেত্রীর ফেসবুক পোস্ট যেন ইঙ্গিতময়। পঞ্চায়েত ভোটের প্রেক্ষিতে দলীয় প্রচারের ছবি দিয়ে সায়নী ঘোষ লিখেছেন ‘Spot me…Where am I?’

এই পোস্টে সায়নী উল্লেখ করেন ওই প্রচারসভা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের। ১৯ জুন তিনি এই পোস্ট করেন। আর ২০ জুন থেকে তিনি কোথায় কেউ জানতে পারছে না। নিয়োগ দুর্নীতির মামলায় নথি প্রমাণের ভিত্তিতে সায়নী ঘোষকে জেরা করতে নোটিশ পাঠিয়েছে ইডি।

ইডি সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যেবেলায় সায়নী ঘোষকে নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সেই নোটিশের খবর জানাজানি হতেই টলি অভিনেত্রী সায়নী ঘোষ বাড়ি ছাড়েন। তাঁর পিতা জানান, মেয়ে কোথায় গেছে জানি না। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির তলব সংক্রান্ত বিষয় তার বাবার কাছে জানতে চাওয়া হলে তিনি গোটা বিষয়টি এড়িয়ে যায়। তিনি রীতিমত মুখ খুলতে নারাজ। তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছু জানিনা ‘।

জানা যাচ্ছে, সায়নী ঘোষকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছে ইডি। ওই দিন তাকে জেরা করা হবে। তবে নোটিশ আসার পর সায়নী বেপাত্তা।

Actress Sayani Ghosh

ইডি সূত্রে আরো জানা গিয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য রয়েছে সেই তথ্যকে সামনে রেখেই তারা সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়। তাকে দফায় দফায় জেরা করে একাধিক তথ্য সামনে আসে। এর সঙ্গেই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে আসে। এবং সেখানে একটি সম্পত্তির বিষয়কে সামনে রেখেই ইডির আধিকারিকরা তদন্ত শুরু করে। সেই ঘটনাতেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সায়নী ঘোষের নাম উঠে আসে। একাধিক সাক্ষী ও কুন্তল ঘোষের বয়ান থেকেই সায়নী ঘোষের একটি সূত্র পাওয়া যায়। আর সেই সূত্র ধরেই সায়নী ঘোষকে তলব ইডির।

ইডির অধিকারিকরা জানিয়েছেন, এই আর্থিক লেনদেন সূত্র ধরেই সায়নী ঘোষের নাম উঠে এসেছে। তার একটি ফ্ল্যাট রয়েছে। সেই সম্পত্তি কিভাবে কেনা হয়েছিল? তার টাকা কারা পেমেন্ট করেছিল? কীভাবে পেমেন্ট করেছিল? এবং টাকার উৎস কি ছিল? সেই সমস্ত তথ্য জানার জন্য ইডির তরফে তৃণমূল যুব নেত্রীকে তলব করা হয়েছে। সায়নী ঘোষের কাছ থেকে একাধিক নথি চাওয়া হয়েছে, যা খতিয়ে দেখবে ইডির আধিকারিকরা।