গড়ফায় ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, আটক এক

শুক্রবার রাতে গড়ফার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর অর্ধনগ্ন নিথর দেহ (Garfa Death Case)। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার গরফা এলাকায় সেই ফ্ল্যাটে তাঁর…

Half-naked body of a young woman recovered from a flat in Garia, one arrested.

শুক্রবার রাতে গড়ফার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর অর্ধনগ্ন নিথর দেহ (Garfa Death Case)। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার গরফা এলাকায় সেই ফ্ল্যাটে তাঁর সঙ্গীর সঙ্গে লিভ-ইনে থাকতেন সেই ৩৫ বছরের তরুণী। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কালীপুজোর পরের দিন ওই ফ্ল্যাটে একটি পার্টির আয়োজন করা হয়েছিল।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেখানে পার্টি চলাকালীন ওই মহিলা সিঁড়ি থেকে পড়ে যান। গরফা থানার পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। এই ঘটনার তদন্ত চালাতে গিয়ে সেই ফ্ল্যাটের প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, পুলিশ যখন ওই যুবতীর দেহ উদ্ধার করেছিল তখন সেই নিহত যুবতী ছিলেন অর্ধনগ্ন অবস্থায়।

   

তবে এ বিষয়ে পুলিশের তরফ থেকে তেমন কোন প্রতিক্রিয়া মেলেনি। যুবতীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কি ঘটেছিল? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে গড়ফার সেই ফ্ল্যাট থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। জানা গেছে, দুপুরে ওই ফ্ল্যাটে একাই ছিলেন ওই যুবতী। এদিকে নিহত তরুণীর বিশেষ বন্ধু দাবি করে জানিয়েছেন, তাঁর মাকে ডাক্তার দেখিয়ে দুপুরে যখন তিনি বাড়ি ফেরেন, তখন সেই যুবতী শুয়ে ছিলেন।

ঘুমিয়ে আছেন ভেবে তাঁরা আর ডাকেননি। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যার পরেও বান্ধবী বিছানা ছেড়ে না ওঠায় তাঁকে ডাকাডাকি করতে কোন সাড়াশব্দ পাননি সেই বিশেষ বন্ধু। সেই বিশেষ বন্ধুর কথায়, এরপরেই তিনি এবং তাঁর মা ওই যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। সেইসঙ্গে ১০০ নম্বর ডায়াল করে পুলিশকে খবর পাঠানোর পাশাপাশি তাঁরা প্রতিবেশীদেরকে ডাকেন।

এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে ওই নিহত তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে এর পাশ[পাশি এই ঘটনার তদন্তও চালাচ্ছে পুলিশ।

তবে এমন ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু সেই যুবতীর মৃত্যু খুন, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে হয়েছে তা এখনও জানা যায়নি।