ফের হাসপাতালে ভর্তি ফিরহাদ হাকিম

কলকাতা: জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও৷ ফের হাসপাতালে ভর্তি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের জন্য ভোট ময়দানে…

Firhad Hakim

কলকাতা: জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও৷ ফের হাসপাতালে ভর্তি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের জন্য ভোট ময়দানে নেমে পড়েছেন তিনি৷ কিন্তু বার বার তিনি অসুস্থ হয়ে পড়ছেন৷ ফলত চিন্তায় পড়েছে দলীয় নেতারা৷ 

গত জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা শুরুর আগে আচমকা কোমরে অসহ্য যন্ত্রণা অনুভব করেন ফিরহাদ হাকিম৷ তখনই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে৷ কোমরের যন্ত্রণার জন্য মেয়রকে একটি ইঞ্জেকশন দেন চিকিৎসকরা৷ ওই ইঞ্জেকশনটি দেওয়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ বোধ করেন৷ এরপর অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে কাজে যোগদান করেন তিনি৷

এরপর ফের চলতি মাসে তিনি ভর্তি হলে হাসপাতালে৷ জানা গিয়েছে, আচমকাই অসুস্থ বোধ করেন ফিরহাদ হাকিম৷ সঙ্গে সঙ্গে মন্ত্রীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি৷ তাঁর চিকিৎসা চলছে৷ বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল৷ শারীরিক অবস্থা নিয়ে বিশেষ উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা৷