রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন। সেই পঞ্চম দফার নির্বাচনের আগে আবারও কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এক ধাক্কায় চার অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পুরুলিয়ার এসপিকে সরানো হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও, পটাশপুর ও ভূপতিনগরের ওসিদেরও কমিশন সরিয়ে দিল রবিবার। আগামী শনিবার অর্থাৎ ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে পুরুলিয়া, কাঁথি, তমলুক-সহ আট কেন্দ্রে। সেই কথা মাথায় রেখেই এই চার অফিসারকে সরানো হয়েছে বলে জানা গিয়েছে।
কমিশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, পুরুলিয়ার পুলিশসুপার আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরানো হল। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে পাঠানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয় পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগরের ইন্সপেক্টর ওসি গোপাল পাঠক ও পটাশপুরের ইন্সপেক্টর ওসি রাজু কুণ্ডুকেও ট্রান্সফার করা হয়েছে।
কমিশনের নির্দেশ রয়েছে যে তাঁরা ভোটের কাজে যুক্ত থাকতে পারবে না। তবে তাঁদের পরিবর্ত হিসেবে তিন থেকে চারজনের নামের প্যানেল চেয়ে পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। ২০ মে সকাল ১০টার মধ্যে নতুন নামের তালিকা জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, ভোটের মাঝে পুলিশে রদবদল অবশ্য নতুন নয়। এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর অভিযোগে বহরমপুরের আইসিকেও সরিয়ে দেয় কমিশন