বারানসীতে (Varanasi) প্রয়াত কলকাতা পুলিশের প্রাক্তণ আইজি পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। দীর্ঘ একমাস বারানসীতে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৩ অক্টোবর আকস্মিক সেরিব্রাল অ্যাটাকের পর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। তারপর থেকেই অবস্থার অবনতি ঘটতে থাকে প্রাক্তণ পুলিশ কর্তার। গত অক্টোবরে একটি অনুষ্ঠানে যোগ দিতে বারাণসীতে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
কলকাতায় বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের পক্ষে সহমত নন ফিরহাদ
তারপরই সেখানকার একটি বেসরকারি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা চলছিল ওই প্রবীণ পুলিশ কর্তার। তার অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করেছিলেন পুলিশ কর্তার ঘনিষ্ঠ মহল। দীর্ঘদিন ধরেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রাক্তণ আইপিএস। ফলে তাঁকে রাজ্য প্রশাসনের তোপের মুখেও পড়তে হয়েছিল বলে অভিযোগ করেছেন রাজ্যের বিশিষ্ট মহল।
মাওবাদী সরতেই প্রথম আলোর মুখ দেখল ছত্তিশগড়ের ছোট্ট গ্রাম, বইয়ের পাতা উল্টোলো কচিকাঁচারা
২০১১ সালে রাজ্য পুলিশের আইজি পদ থেকে অবসর নেন পঙ্কজ দত্ত। তিনি রাজ্যের তরফে যে নিরাপত্তা পেতেন, কিছুদিন আগে তা প্রত্যাহার করা হয়। পঙ্কজ দত্তের বক্তব্য, তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। সে কারণেই তাঁর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। পঙ্কজ দত্ত এনিয়ে কলকাতা হাইকোর্টে যান।
তারপর একাধিকবার তাঁকে হেনস্থার অভিযোগ উঠেছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। সেই চাপেই তিনি সেরিব্রালে অ্যাটাকের শিকার হন বলে দাবি তোলে প্রাক্তণ পুলিশকর্তার পরিবার। অবশেষে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।