মাওবাদী সরতেই প্রথম আলোর মুখ দেখল ছত্তিশগড়ের ছোট্ট গ্রাম, বইয়ের পাতা উল্টোলো কচিকাঁচারা

প্রথমবার আলোর মুখ দেখল ছত্তিশগড়ের (Chattishgarh) ছোট্ট মাওবাদী (Maoist) অধুষ্যিত গ্রাম ছুটওহি।ছত্তীশগড়ের এক প্রত্যন্ত গ্রাম ছুটওহি, যা মাত্র এক বছর আগেও সড়কপথে সংযুক্ত ছিল না…

First time Cahttishgarh village seen Electricity after Maoist eliminated from the village

প্রথমবার আলোর মুখ দেখল ছত্তিশগড়ের (Chattishgarh) ছোট্ট মাওবাদী (Maoist) অধুষ্যিত গ্রাম ছুটওহি।ছত্তীশগড়ের এক প্রত্যন্ত গ্রাম ছুটওহি, যা মাত্র এক বছর আগেও সড়কপথে সংযুক্ত ছিল না এবং মাওবাদীদের নিয়ন্ত্রণে ছিল, অবশেষে বৃহস্পতিবার বিদ্যুৎ সংযোগ পেল। বিজাপুর জেলার অন্তর্গত এই গ্রামটি বিদ্যুৎ সংযোগ পাওয়ার মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা করল। বইয়ের পাতা উল্টোলো কচিকাঁচারা।   

জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করল কলকাতার হাসপাতাল

   

দুই মাস আগে নিরাপত্তা বাহিনী মাওবাদীদের (Maoist) দমন করতে ব্যাপক অভিযান চালায়। অভিযানের পর গ্রামটি থেকে মাওবাদীদের প্রভাব পুরোপুরি নির্মূল করে সেখানে একটি নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা হয়। এর ফলে এলাকার নিরাপত্তা ব্যবস্থা অনেকটা উন্নত হয় এবং প্রশাসনের উন্নয়নমূলক কার্যক্রম চালানো সম্ভব হয়।

গ্রামের মানুষের জন্য বিদ্যুৎ সংযোগ পাওয়া এক ঐতিহাসিক মুহূর্ত। ছুটওহি গ্রামের বাসিন্দারা এতদিন আধুনিক জীবনের অনেক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বিদ্যুৎ সংযোগ পেয়ে তাঁরা যেন নতুন জীবনের আশা দেখতে পাচ্ছেন। গ্রামবাসীরা জানান, বিদ্যুতের সাহায্যে তাঁরা রাতে আলো পাবেন, যা তাঁদের দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ ও সহজ করবে। এছাড়া, বিদ্যুৎ সংযোগ শিক্ষার প্রসার এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে।

এলাকাটিকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার জন্য প্রশাসন একাধিক পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ সংযোগ স্থাপন ছাড়াও গ্রামটি সড়কপথে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনের মতে, ছুটওহির মতো প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন নিয়ে আসা সরকারের অন্যতম লক্ষ্য। বিজাপুরের জেলা প্রশাসক জানান, “আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেক গ্রামকে উন্নয়নের আওতায় আনা এবং মাওবাদী প্রভাব পুরোপুরি নির্মূল করা। ছুটওহি গ্রামে বিদ্যুৎ সংযোগ পাওয়া এই প্রচেষ্টার বড় একটি ফল।”

মুখ্যমন্ত্রী নিয়ে জটিলতা অব্যাহত, শিন্ডের চাপে মহারাষ্ট্রে বেকায়দায় বিজেপি

গ্রামের মানুষ এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তাঁরা জানান, মাওবাদীদের ভয়ে এতদিন তাঁরা অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। সরকারের উন্নয়নমূলক উদ্যোগ তাঁদের জীবনে স্বস্তি এনে দিয়েছে। এক গ্রামবাসী বলেন, “আমাদের গ্রামে বিদ্যুৎ আসবে, তা আমরা স্বপ্নেও ভাবিনি। এটি আমাদের জন্য একটি নতুন সূচনা।” 

দিল্লির ভোটে বাঙালি প্রার্থীর দাবি বিজেপি সাংসদের

আগামীদিনে স্থানীয় গ্রামবাসীদের সমাজে মূলস্রোতে ফেরাতে ছুটওহি গ্রামে আরও উন্নয়নমূলক প্রকল্প আনার পরিকল্পনা করছে প্রশাসন। বিদ্যুৎ সংযোগ স্থাপনের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পানীয় জলের ব্যবস্থা করার লক্ষ্য নেওয়া হয়েছে।