Budhhadeb Bhattacharya: অপেক্ষায় পাম অ্যাভিনিউ, ফ্ল্যাটে ফিরবেন ‘সুস্থ’ বুদ্ধদেব

ছোট্ট কামরার ফ্ল্যাট। যতটা সম্ভব সেই ফ্ল্যাটকে তাৎক্ষণিক সংকট কাঠানোর চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। ঘরে ফিরবেন বুদ্ধদেববাবু (Budhhadeb Bhattacharya), অপেক্ষায় পাম অ্যাভিনিউ।

ছোট্ট কামরার ফ্ল্যাট। যতটা সম্ভব সেই ফ্ল্যাটকে তাৎক্ষণিক সংকট কাঠানোর চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। ঘরে ফিরবেন বুদ্ধদেববাবু (Buddhadeb Bhattacharya), অপেক্ষায় পাম অ্যাভিনিউ। প্রাক্তন মু়খ্যমন্ত্রী ও সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে ছুটি দিচ্ছে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ।

সিপিআইএম সূত্রে খবর, প্রাক্তন মু়খ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য কমপক্ষে ১১ লক্ষ টাকা খরচ হয়েছে। সেই টাকা দলের তরফে মেটানো হবে। বুদ্ধবাবুকে ছুটি দেওয়ার আগেই সব টাকা পরিষোধ করা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য গঠিত উডল্যান্ডস বেসরকারি হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা সেই ফি নেননি। উডল্যান্ডসে বুদ্ধবাবুর চিকিৎসার যাবতীয় খরচ মিটিয়ে দিচ্ছে তাঁর দল সিপিআইএম। প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও তাঁর চিকিৎসার জন্য সরকারি খরচ নেওয়া হয়নি।

   

হাসপাতাল সূত্রে খবর নিয়ন্ত্রণে ফুসফুসের সংক্রমণ। সেখানে হোম কেয়ারে থাকবেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সমস্ত রক্ত পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক। বাড়িতে থেকে ‘কেয়ার’-এ অভ্যস্ত করে তোলার জন্য বাড়ি থেকে বাইপ্যাপ যন্ত্র এনে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। ফুসফুসে আর কোনও সংক্রমণ নেই। চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চলছে বুদ্ধবাবুর বুদ্ধবাবুর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক।