Wriddhiman Saha: বাঙালি বলেই উপেক্ষিত ঋদ্ধিমান? গর্জে উঠল বাংলা পক্ষ

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট এবং টি২০ সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। এদিকে টেস্ট দল থেকে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা এবং…

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট এবং টি২০ সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। এদিকে টেস্ট দল থেকে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা এবং ইশান্ত শর্মার মত চার সিনিয়র তারকা। ঋদ্ধিমানকে নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে। উঠেছে ‘লবি’ থিওরি। একের পর এক ঘটনার পর এবার প্রতিবাদের পথ বেচে নিতে বাধ্য হল বাংলা পক্ষ।

বাংলা পক্ষর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, ‘ঋদ্ধিমান সাহা উপেক্ষিত কেন? বাঙালি বলে? বাংলার রঞ্জি টিমে বাঙালি ক্রিকেটাররা চান্স পাচ্ছে না কেন? KKR একজনও বাঙালি প্লেয়ার নেয়নি কেন?
এর বিরুদ্ধে নীরবে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে গেছিলাম আমরা বাংলা পক্ষ থেকে। কলকাতা পুলিশ আমাদের প্রিজন ভ্যানে তুলে লালবাজার সেন্ট্রাল লক আপে নিয়ে আসে।’ আটক করা হয় শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, বাংলা ক্রীড়া পক্ষর প্রধান জয়দীপ দে, সোয়েব আমিন সহ অন্যান্যদের।

বাংলাপক্ষর দাবি, ‘বাঙালি খেলোয়াড়দের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, লড়বে।’

ঋদ্ধিমান সাহার উইকেটকিপিং দক্ষতা সর্বজনবিদিত। তবুও দলে তিনি নিয়মিত নন। সমালোচকরা বলেন, সাহার ব্যাটিং দুর্বল। যদিও ব্যাট হতেও একাধিকবার বাইশ গজ কাঁপিয়েছেন তিনি। নভেম্বরে ঋদ্ধির ইনিংস দেখে প্রশংসা করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঋদ্ধির মতে সৌরভ বলেছিলেন – আমি যতো দিন আছি, ততোদিন তুমিও থাকবে। কিন্তু কোথায় কি! ঋদ্ধির প্রতি কেবল বঞ্চনা। তবুও হল ছাড়তে তিনি নারাজ।