Dengue: ডেঙ্গুতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু কলকাতায়

ভয়াবহ চেহারা নিচ্ছে ডেঙ্গু। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। মর্মান্তিক ঘটনা শহর কলকাতার। জানা যাচ্ছে শহরের এক হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু…

short-samachar

ভয়াবহ চেহারা নিচ্ছে ডেঙ্গু। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। মর্মান্তিক ঘটনা শহর কলকাতার। জানা যাচ্ছে শহরের এক হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ১০-বছরের ওই নাবালিকার।

   

বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল নাবালিকা। এরপর তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এরপর শনিবার তার মৃত্যু হয়। এই বছর কলকাতায় এটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।

জানা গিয়েছে, মৃত পল্লবী দে পিকনিক গার্ডেনের বাসিন্দা। ওই নাবালিকা ভর্তি ছিল ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে। গত বৃহস্পতিবার জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় পল্লবীকে। সেইদিনই তাকে PICU স্থানান্তরিত করা হয়। এরপর শুক্রবার থেকে অবস্থার অবনতি হতে থাকে। আসতে আসতে একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে। পল্লবীর প্লেটলেট ১০,০০০ এর নীচে নেমে যায়। রাখা হয়েছিল ভেন্টিলেশনে।

এরপর মৃত্যুর কোলে ঢোলে পড়ে ছোট্ট পল্লবী। অনেক চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। শনিবার মৃত্যু হয় পল্লবীর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘সিভিয়ার ডেঙ্গি’ ও ‘মাল্ডি অর্গান ডিসফাংকশন’ বলা হয়।

গত কয়েকদিন ধরেই কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। বর্ষা পড়তেই শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসকরা প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করতে বলছেন।