Firhad Hakim: আধিকারিকদের সঙ্গে বিবাদে মেয়র পদে ছাড়ার হুমকি ফিরহাদের

পুরভোটের আবহে এবার মেয়র পদ ছাড়ার দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার টক টু মেয়র (Talk to mayor) অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর…

পুরভোটের আবহে এবার মেয়র পদ ছাড়ার দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার টক টু মেয়র (Talk to mayor) অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর গলায় যথেষ্ট বিরক্তির সুর প্রকাশ পায়। এদিন তিনি বলেন, ‘আমাকে মেয়র পদ ছেড়ে দিতে হবে নয় ডিজি কে বদলি করতে হবে।’

১ নম্বর ওয়ার্ডের ৫১এ পি সি রোড-এর বাসিন্দারা জানাচ্ছেন, ড্রেনেজ জ্যাম হয়ে রয়েছে। বাড়ি থেকে জল বেরোচ্ছে না। এর আগেও দুবার অভিযোগ জানিয়ে কাজ হয়নি বলে জানান সকলে। গণপতি অ্যাপার্টমেন্ট তাদের বাড়ির সমস্ত ড্রেনেজ জ্যাম রয়েছে। এদিন ফিরহাদ নিকাশি দফতরকে নির্দেশ দেন অবিলম্বে সমস্যা সমাধানের।

   

তিনি বলেন, ‘আমাকে ফোন করে আমাকে অসম্মান করা হল। আমাকে এই জায়গা ছেড়ে দিতে হবে। কারণ তারা আমাকে ফোন করছেন। হয় আমাকে পদ ছাড়তে হবে, নাহলে ডিজিকে বদলি করে দিতে হবে।’

এদিন ফিরহাদ বলেন, ‘ওয়েবসাইটে পুকুরের তালিকা দেওয়া থাকছে। কাউন্সিলরদের বলবো মিলিয়ে দেখে নিন। যদি কোনো লোকেশন অ্যাড্রেস না থাকে তাহলে পুরসভাকে জানান। জন্ম-মৃত্যু শংসাপত্র সার্টিফিকেট দেওয়ার কাজ কিছুদিন বন্ধ ছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন কর্মীরা। এখন কিছু ব্যাকলগ আছে কিছুদিন এই সমস্যা মিটে যাবে। ভবিষ্যতে যদি বাড়িতে সার্টিফিকেট হোম ডেলিভারি দেওয়া যায় তার চিন্তাভাবনা রয়েছে।

মেয়র বলেন পুরসভাকে রাজ্য সরকার ৪৫ কোটি টাকা দিয়েছে। ২০০৬ সালের পর আবার পুরসভার কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক সিস্টেম আপডেট করা হবে। এখন তথ্যপ্রযুক্তির আলাদা মেয়র পরিষদ করা হয়েছে। পুরসভাকে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর করা হবে সব পরিষেবা বাড়িতে বসে পাওয়া যাবে।

তিনি বলেন, বিজেপি বকে বেশি কাজ করে কম। মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন তাদের জানা নেই। জন্ম ভিটের ওখানে রাস্তা এবং সংস্কারের কাজ করা হয়েছে। ওদের নিজস্ব সমস্যার জন্য পুরোটা কাজ করা যায় নি। এখনো যেটুকু রয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্যই।’

তিনি বলেন, কলকাতা পুরসভার স্পেশাল কমিশনারের সঙ্গে সাহেবের কাছ থেকে নতুন ফোন নিয়ে আবেদন করতে হবে তাহলে কলকাতা পৌরসভা সমস্ত কিছু করে দেবে এক মাসের মধ্যে।  রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর যে নিয়ম করবে তা এক্সিকিউট করবে কলকাতা পুরসভা। সেলফ কিট নিয়ে এখনও কোনো গাইডলাইন আসেনি আমাদের কাছে।’