Kolkata: সাত সকালে তপসিয়ার কারখানায় ভয়াবহ আগুনে মৃত ২

লক্ষ্মীবারের সকালে ভয়াবহ আগুন কলকাতা (Kolkata) শহরে৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল তিলজলা এলাকার একটি কারখানা। বুধবার ভোরে কারখানা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

Devastating fire

short-samachar

লক্ষ্মীবারের সকালে ভয়াবহ আগুন কলকাতা (Kolkata) শহরে৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল তিলজলা এলাকার একটি কারখানা। বুধবার ভোরে কারখানা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৪ টি ইঞ্জিন। দুই জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। দমকল সূত্রে খবর, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

   

স্থানীয় সূত্রে খবর, যে কারখানায় আগুন লেগেছে, সেখানে চলত চটি ছাপার কাজ। সেখানে একাধিক দাহ্য বস্তু মজুত ছিল। এমনটাই পুলিশের অনুমান। মৃত দু’জন সম্পর্কে বাবা এবং ছেলে বলে দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ। মৃতেরা রাতে ছাপাখানার ভিতরেই কাজ করছিলেন বলে পুলিশের অনুমান। তবে কি কারণে আগুন লেগেছে, তার কারণ এখনও জানা যায়নি।

মৃতদের নাম, মহঃ নাসিম আখতার ওরফে জসিম (৪৫)। অপরজনের নাম মহঃ আমির (২৫)। তাঁর সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে। দমকলের এক আধিকারিক বলেন, “ছোট একটা ১০০ স্কোয়্যার ফিটের মতো ঘর। ২টো শাটার ছিল। কোনওভাবে আগুন লেগে যায়।একজন নাকি শুনছি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আর দু’জন মারা গিয়েছেন।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল আসতে অনেক দেরি হয়েছে। দমকল সূত্রে খবর, ওই কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।