West Bengal BJP: বঙ্গ বিজেপির ৮০ শতাংশই নিষ্ক্রিয়, শাহী-ধমকের অপেক্ষায় দিলীপ-সুকান্ত-শুভেন্দু

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমে তিনি সভা করবেন। এদিকে খোদ বীরভূমের দাপুটে বিজেপি (West Bengal BJP) নেতা দুধকুমার মণ্ডলের নির্দেশে জেলায় জেলায় কর্মীরা বসে গেছেন। চলছে গোষ্ঠিবাজি।

Amit Shah, Indian politician and Home Minister of India

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমে তিনি সভা করবেন। এদিকে খোদ বীরভূমের দাপুটে বিজেপি (West Bengal BJP) নেতা দুধকুমার মণ্ডলের নির্দেশে জেলায় জেলায় কর্মীরা বসে গেছেন। চলছে গোষ্ঠিবাজি।

বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট আশি শতাংশ কর্মী নিষ্ক্রিয়। এই রিপোর্ট ধরেই শাহি ধমকের অপেক্ষায় দিলীপ, সুকান্ত, শুভেন্দুরা। তাৎপর্যপূর্ণ, বিজেপি নিষ্ক্রিয় আর সিপিআইএম সক্রিয়। বীরভূমে একসাথে তৃণমূল ও বিজেপি থেকে দলত্যাগ করে বাম শিবিরে যোগদান চলছে।

লোকসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনের মরশুম আরও একবার দলের প্রস্তুতি খতিয়ে এখতে চান অমিত শাহ। শুক্রবার শাহের হাতে রিপোর্ট যাওয়ার আগে জেলা সভাপতি ও ইনচার্জদের নিয়ে বৈঠকে বসতে চলেছে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ বিজেপির জন্য মোটেই সহজ নয়। বিশেষ করে ৮০ শতাংশ কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ায় চিন্তায় গেরুয়া শিবির।

উত্তরবঙ্গে এখনও বিজেপি সংগঠন মজবুত থাকলেও দক্ষিণবঙ্গের সংগঠন নিয়ে চিন্তায় অনেকেই। হাওড়া, হুগ্লি এবং দুই ২৪ পরগণায় বিজেপি কোনও সাফল্য সেভাবে অর্জন করতে পারেনি। এমনটাই দলীয় সূত্রে খবর। বিজেপির এই সাংগঠনিক দুরাবস্থার ছবি অমিত শাহের কাছে তুলে ধরবে বিজেপি নেতৃত্ব।