KK Death News: গান স্যালুটে শিল্পীকে বিদায় রাজ্যের

রবীন্দ্র সদনে বুধবার সঙ্গীতশিল্পী কেকে-কে গান স্যালুট দেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে। রবীন্দ্র সদনে হাজিরে হয়েছেন কেকে’র পরিবারের সদস্যরা। হাজির রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।…

রবীন্দ্র সদনে বুধবার সঙ্গীতশিল্পী কেকে-কে গান স্যালুট দেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে। রবীন্দ্র সদনে হাজিরে হয়েছেন কেকে’র পরিবারের সদস্যরা। হাজির রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শিল্পীর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। 

জানা গিয়েছে, এরপর কেকের মরদেহ কলকাতা বিমানবন্দরের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। এরপর বিকেলে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাবে বিমান। 

উল্লেখ্য, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। তাঁর এহেন আকস্মিক মৃত্যুতে গভীর শোকে ডুবে গিয়েছে দেশ। 

গায়কের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি এবং শীঘ্রই একটি পোস্টমর্টেম রিপোর্ট আশা করা হচ্ছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলে সূত্রের খবর।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন যে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ অডিটোরিয়ামে উপচে পড়া ভিড় ছিল এবং কনসার্টের সময় মানুষ আরও উত্তেজিত হয়ে পরেছিল। যদিও নজরুল মঞ্চের ধারণক্ষমতা প্রায় ২,৪০০, সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে কেকে যেখানে একটি কলেজ ফেস্টের জন্য পারফর্ম করছিলেন সেখানে আরও অনেক লোক প্রবেশ করেছিল।

৫৩ বছর বয়সী এই গায়ক অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।