Kolkata Police: ক্লাসরুমে বোমা রাখা আছে বলে দাবি, কলকাতা পুলিশের বিশেষ বার্তা

কলকাতার নামী স্কুলে বোমা রাখা আছে বলে খবর! মেল মারফত সেই খবর এসেছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে চাঞ্চল্য। কলকাতার বেশ কয়েনটি…

school

কলকাতার নামী স্কুলে বোমা রাখা আছে বলে খবর! মেল মারফত সেই খবর এসেছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে চাঞ্চল্য। কলকাতার বেশ কয়েনটি নামী স্কুলের কাছে মেল মারফত এমন কিছু হুমকি এসেছে বলে জানা গিয়েছে। মেলে বলা হয়েছে স্কুলের অমুক জায়গায় বোম রাখা আছে আবার কোনও স্কুলের কাছে মেল মারফত হুমকি দেওয়া হয়েছে যে তাঁদের ক্লাসে বোম রাখা হয়েছে। তবে এই বিষয়ে কলকাতা পুলিশ আশ্বস্ত করে একটি বিবৃতি দিয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শহরের কিছু স্কুলে বোমা রাখা আছে বলে মেইল এসেছে। কলকাতা পুলিশের নজরে আসে বিষয়টি। তবে এই মেলটি শুধুমাত্র ভয় দেখানোর উদ্দেশেই। এগুলো বিশ্বাস করার মতো কিছু নয়। অতীতে, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরের স্কুলগুলিতে অনুরূপ মেল পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়।

কলকাতা পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে । তাঁদের তরফে বলা হয়েছে, ”আমরা বুঝতে পারি যে এই ধরনের বার্তা প্রাপ্ত করা বিরক্তিকর হতে পারে, কিন্তু দয়া করে শান্ত থাকুন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত থাকুন। এরই মধ্যে আমরা সবাইকে গুজব ছড়ানো বা আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”