বসন্ত মানেই প্রেম৷ এই শব্দবন্ধনী যেমন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে, তেমনই বাঙালির চর্চায় নতুন শব্দ অপা। এটা শুধুমাত্র শব্দ নয়, এটাই যেন প্রেমের এক ভাষা। মঙ্গলবার আদালতে পার্থ ও অর্পিতার (Partha Chatterjee and Arpita Mukherjee) মাখো মাখো প্রেম দেখে চোখ জুড়োলেন বাকি সবাই। ভার্চুয়ালি হলেও এ যেন মধুর মিলন।
গত কয়েকমাস ধরে সযন্তে যে প্রেমকে প্রকাশ করেননি দু’জনেই, এই বসন্তে তা ছড়িয়ে দিলেন আদালতেই। অনেক লুকোচুরির পর যখন বুঝতে পারলেন আর কিছু বাকি নেই তখন নিজেরাই প্রমাণ করলেন নিজেদের প্রেমের কথা৷ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল আদালতে। প্রেসিডেন্সি থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ। আর আলিপুর থেকে উপস্থিত ছিলেন অর্পিতা৷ ভালোবেসে খোঁজ নিলেন দুই জনের।
স্ত্রীর মৃত্যুর পর যেভাবে নিঃসঙ্গ পার্থর জীবনে সঙ্গ দিতে অর্পিতা এসেছিলেন, আজও অর্পিতা এলেন। দু’জনের মুখে অবিরাম লেগে থাকল মুখের মিষ্টি হাসি। পিঠ থেকে চুল সরিয়ে পার্থর প্রতি প্রেমের বার্তা দিলেন অর্পিতা৷ আবার মুখ ভেঙচে মিষ্টি হাসির ঝলক দিলেন পার্থ। এরই মধ্যে হঠাৎ উধাও হতেই অর্পিতা যেন দু’চোখে হারায়। ঠোঁটে হাত রেখেই ভালোবাসা বিলিয়ে দেন। ব্যাস! অমোঘ প্রেমের কাহিনী বসন্তের শেষ বেলায় লিখলেন দুই জনেই।
গত জুলাই মাস থেকেই একে অপরের থেকে দূরে রয়েছে পার্থ ও অর্পিতা৷ আজ ঘন্টাখানেকের ইশারায় প্রেম তাঁদের কাছে এনে দিল। দু’জনেই চাইলেন একে অপরের কথা শুনতে আরও কাছে পেতে। কিন্তু তা আর হল না৷ কারণ, জামিনের জন্য মানিকের আর্তনাদ সবটাই চুকিয়ে দিল।