Corruption in health: স্বাস্থ্য দফতরের টেণ্ডার দুর্নীতিতে শহরে ইডির অভিযান

শহরে বিরাট অভিযান ইডির (Enforcement Directorate)৷ দক্ষিণ কলকাতার হালতু এলাকায় চলছে তল্লাশি অভিযান৷ স্বাস্থ্য দফতরের টেন্ডার (Corruption in health) পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল

Agusta Westland ED Case: Delhi HC Grants Bail to Middleman Christian Michel

short-samachar

ফের শহরে বিরাট অভিযান ইডির (Enforcement Directorate)৷ দক্ষিণ কলকাতার হালতু এলাকায় চলছে তল্লাশি অভিযান৷ স্বাস্থ্য দফতরের টেন্ডার (Corruption in health) পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় চলল ইডির অভিযান৷

   

অভিযোগ, ভুয়ো ওয়েবসাইট বানিয়ে স্বাস্থ্য দফতরের টেন্ডার দেওয়ার কথা বলে টাকা নিতেন বুধাদিত্য। তাঁর বিরুদ্ধে ৩৭ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে৷ সেই মামলাতেই গত বছরে গ্রেফতার করা হয় বুধাদিত্যকে। তাঁর বিরুদ্ধে নিউটাউন ও শেক্সপিয়ার সরণী থানায় অভিযোগ রয়েছে৷ সেই ঘটনায় অভিযান ইডির।

অভিযোগ, একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন ওই ব্যক্তি৷ গত বছর গ্রেফতরের পর জামিন পান। এখন আবার তাঁর বাড়িতে অভিযান চলছে। তবে কী আজ ইডির অভিযানে নতুন করে টাকা উদ্ধার হবে? উঠছে প্রশ্ন।

কিছুদিন আগেই বালিগঞ্জের এক নির্মাণ সংস্থার অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করে ইডি৷ সেই ঘটনায় আজও ধাবার মালিক মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টি ভাইকে দিল্লির সদর দফতরে জিজ্ঞাসাবাদ করে ইডি৷ তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর সম্পত্তি রয়েছে বলেও দাবি করেন৷ এরপরে অবশ্য পর পর শহরের একাধিক জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। এখন আবার ইডির অভিযানে নতুন করে কৌতুহল তৈরি হয়েছে।
(বিস্তারিত আসছে)