EC :আয়-ব্যয়ের হিসেব দেখতে লোক পাঠাচ্ছে কমিশন

লোকসভা ভোটের আগে রাজ্যে আসছেন তিনজন পর্যবেক্ষক। তবে এই পর্যবেক্ষক ভোট পরিচালনার কাজে আসছেন না! তাঁদের কাজ হবে সংশ্লিষ্ট লোকসভা অন্তর্গত স্থানে আয়-ব্যয়ের হিসেব রাখা।…

Ec

লোকসভা ভোটের আগে রাজ্যে আসছেন তিনজন পর্যবেক্ষক। তবে এই পর্যবেক্ষক ভোট পরিচালনার কাজে আসছেন না! তাঁদের কাজ হবে সংশ্লিষ্ট লোকসভা অন্তর্গত স্থানে আয়-ব্যয়ের হিসেব রাখা।

কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনে টাকার অপব্যবহার রুখতে এই পর্যবেক্ষকদের রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্র। ইতিমধেয়ি রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী এবার অর্থশক্তির অপব্যবহার রুখতে কড়া হতে চলেছে কমিশন। ইচ্ছে হলেই আর লোকসভা ভোটে জাঁকজমক করে টাকার ব্যবহার করতে পারা যাবে না। সব খরচের হিসেব রাখতে হবে। টাকার উৎসও জানাতে হবে।

   

লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে কাজ করবেন তিন পর্যবেক্ষক। প্রার্থীরা নিয়ম মেনে খরচ করছেন কি না, সে বিষয়টি তাঁরা দেখবেন।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে যে, কোচবিহার লোকসভা আসনের জন্য কমিশন পর্যবেক্ষক হিসাবে পাঠাচ্ছে আইআরএস-এর আধিকারিক সঞ্জয় কুমারকে। আইআরএস মদনমোহন মীনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের আয়-ব্যয়ের পর্যবেক্ষক হিসাবে থাকবেন আইআরএস দুর্গেশ যাদবকে।