Bratya Bose: দুর্নীতিযুক্ত পার্থের নীতি সরিয়ে বামেতে ফিরে এলেন ব্রাত্য

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (SSC Scam) রাজ্যজুড়ে পাহাড় গড়ে চলেছে ক্রমাগত। তার ওপর একাধিক রীতি নীতি নিয়েও প্রশ্ন উঠছে৷ তাই বাম জমানার নীতি ফিরিয়ে আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Bose)

Education Minister Bratya Basu

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (SSC Scam) রাজ্যজুড়ে পাহাড় গড়ে চলেছে ক্রমাগত। তার ওপর একাধিক রীতি নীতি নিয়েও প্রশ্ন উঠছে৷ তাই বাম জমানার নীতি ফিরিয়ে আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Bose)।  সম্প্রতি শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাম আমলের নীতি ফিরিয়ে আনতে চলেছে সরকার৷

সেখানে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবার প্রধান শিক্ষক নিয়োগ করবে জেলা প্রাথমিক সংসদ। বাম আমলে এই নিয়ম ছিল৷ পরবর্তীকালে নিয়মে বদল আনেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রধান শিক্ষক নিয়োগের বিষয়েও হস্তক্ষেপ করবে শিক্ষা দফতর। এমনটাই জানানো হয়। কিন্তু এবার তা বদল আনল শিক্ষা দফতর।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ২২ জুলাই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ এরপর একে একে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার করা হয় পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে। তারপর থেকেই নিয়োগ দুর্নীতিতে একাধিক অভিযুক্তদের গ্রেফতার করে চলেছে তদন্তকারী সংস্থা৷ আগামী দিনে সেই সংখ্যা বাড়তে চলেছে৷ সেখানে যুক্ত হতে পারে৷ শাসক দলের একাধিক নেতাদের নাম৷ তারই মাঝে বাম আমলের নীতি ফেরালেন ব্রাত্য।

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বাম আমলে নিয়োগে দুর্নীতি হলেও সেটার শতাংশ ছিল কম। একইসঙ্গে নিয়ম মেনে নিয়োগ হত। কিন্তু তৃণমূলের আমলে তা পাহাড় গড়েছে। তাই এখন স্বচ্ছতা আনতেই পুরাতন নীতি অনুসরণ করছে সরকার৷