Bratya Basu: রাজ্যপালের একতরফা নিয়োগ করা উপাচার্যদের ক্রীতদাস বলে বিতর্কে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া উপাচার্যদের ক্রীতদাস বলে তোপ (Bratya Basu) ব্রাত্য বসুর। এক্স হ্যান্ডেলে রাজ্যের শিক্ষা মন্ত্রী লিখেছেন, মিস্টার বন্ড অথবা স্বপন…

Bratya Basu

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া উপাচার্যদের ক্রীতদাস বলে তোপ (Bratya Basu) ব্রাত্য বসুর। এক্স হ্যান্ডেলে রাজ্যের শিক্ষা মন্ত্রী লিখেছেন, মিস্টার বন্ড অথবা স্বপন কুমারের তৈরি দীপক চ্যাটার্জী তারই মধ্যে কেন্দ্রে বিজেপি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উপাচার্যদের। আশা করি মাননীয় আদালত এগুলো দেখছে। বাংলার উচ্চশিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পাঁচ ক্রীতদাস উপাচার্য।

শিক্ষা মন্ত্রীর এই কটাক্ষকে ঘিরে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। উপাচার্যদের নিশানা ব্রাত্য বসুর। এ বিষয়ে পার্থ প্রতাীম বিশ্বাস জানিয়েছেন, “খুবই দুর্ভাগ্যজনক একটি মন্তব্য। কারণ আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় উচ্চশিক্ষা বিশেষত কেন্দ্র এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে চলে”।

   

কেন্দ্রীয় মন্ত্রী এবং উপাচার্যদের বৈঠকে ছিলেন, সোমা বন্দ্যোপাধ্যায় উপাচার্য বিএড কলেজ। শান্তা দত্ত উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়, রথীন বন্দ্যোপাধ্যায় উপাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সুশান্ত চক্রবর্তী উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সমস্ত উপাচার্যদের ক্রীতদাস বলে এক্স হ্যান্ডেলে পোস্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

অধ্যাপক তথা বিজেপি নেতা বিমলশঙ্কর নন্দ জানিয়েছেন, “এই বক্তব্যটি শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না কারণ বক্তব্যটি শুধু রাজ্যের মন্ত্রীর নয়। তার আরেকটি পরিচয় আছে তিনি একজন প্রাক্তন অধ্যাপক। ফলে একজন অধ্যাপক আরেকজন অধ্যাপকের নামে এরকম মন্তব্য করছেন ফলে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গের অধ্যাপকদের রুচি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে”।