Job Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে ফের অভিষেককে জেরা করতে চায় ইডি

ফের নিয়োগ দুর্নীতি, কুন্তল ঘোষের চিঠি বিতর্কসহ একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে জবাবি চিঠি পাঠিয়েছে ইডি। ইতিমধ্যেই দিল্লিতে সাংসদের বাসভবনে…

ফের নিয়োগ দুর্নীতি, কুন্তল ঘোষের চিঠি বিতর্কসহ একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে জবাবি চিঠি পাঠিয়েছে ইডি। ইতিমধ্যেই দিল্লিতে সাংসদের বাসভবনে পাঠানো হয়েছে জবাবি চিঠি, জানা গিয়েছে কেন্দ্রীয় তদম্তকারী সংস্থা সূত্রে। এখানে অভিষেকের পাঠানো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ের ১৫ পাতার চিঠির জবাব দিল ইডি।

জবাবি চিঠিতে ইডির তরফে অভিষেককে জানানো হয়েছে, শুধুমাত্র কুন্তল ঘোষের চিঠি-বিতর্ক নয়, গোটা নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এর আগে ইডি-র তলবের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের কপি জুড়ে ১৫ পাতার চিঠি দেন অভিষেক। সেই চিঠির প্রতিটি বিষয় ধরে অভিষেককে জবাবি-চিঠি দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।

   

ইডিকে লেখা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যজুড়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তিনি তখন কলকাতায় উপস্থিত নেই। এছাড়াও তিনি আরও লেখেন, ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে। তিনি তার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

২৯ মার্চ শহিদ মিনার চত্বরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা ও তারপর কুন্তল ঘোষের লেখা একটি চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসা করতে পারে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। এদিন ইডিকে লেখা চিঠিতে সেই সংক্রান্ত মামলার উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, তদন্তে তাঁর থেকে যে সব তথ্য বা নথি চাওয়া হয়েছে, তার সঙ্গে গত ২৯ মার্চের সভায় তাঁর ভাষণের কোনও সম্পর্ক নেই।

অন্যদিকে, ইডি সূত্রে দাবি, চিঠিতে যে সংক্রান্ত মামলা এবং আদালতের নির্দেশের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁকে শুধু সেই কারণেই ডাকা হয়নি। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে বহু তথ্য ও নাম উঠে এসেছে। তার পরিপ্রেক্ষিতে তাঁকে এদিন তলব করা হয়েছিল।