Abhishek Banerjee: দুর্নীতির মামলায় অভিষেককে ইডি জেরা করবে

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।আগামী ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনই অভিষেকে জেরা করার নোটিস পাঠাল…

Abhishek Banerjee

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।আগামী ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনই অভিষেকে জেরা করার নোটিস পাঠাল ইডি। রবিবার নিজেই এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisements

সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন, অভিষেক কে গ্রেফতার করা হতে পারে। তাঁর এই মন্তব্যের পর তীব্র আলোড়ন পড়েছিল। এবার ফের জেরার মুখে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক।

বিজ্ঞাপন

নিয়োগ দুর্নীতির মামলায় গত ২০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই দীর্ঘ জেরা করে। ম্যারাথন জেরার পর নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেছিলেন টানা সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় জেরার নির্যাস হল শূন্য, আস্ত অশ্বডিম্ব। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের সময় নষ্ট এবং আমারও সময় নষ্ট। পরে তিনি আদালতে রক্ষাকবচ চান। তবে আদালত রক্ষাকবচ দেয়নি।  ইডি ও সিবিআই অভিষেককে জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন অভিষেক। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

নিয়োগ দুর্নীতির পাশাপাশি কয়লা কেলেঙ্কারির তদন্তেও কেন্দ্রীয় এথেন্সি যে কোনও দিন জেরা করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন বারবার। এবার বলেছেন, ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন জেরা হবে। অভিষেক আছেন সমন্বয় কমিটিতে। বিজেপি ও এনডিএ বিরোধী দলগুলি একযোগে ইন্ডিয়া জোট গঠন করেছে।