বাংলাদেশি ভক্তদর ভালোবাসায় আপ্লুত কিং খান। তিনি ধন্যবাদ জানালেন চট্রগ্রামবাসীদের। বাংলাদেশের এই বন্দরনগরীতে জওয়ান উন্মাদনা চলছে। বিশ্বব্যাপী শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমার ঝড়ে গোটা দুনিয়া কাবু। পিছিয়ে নেই বাংলাদেশের দর্শকরাও। এর মধ্যে চট্টগ্রামের ভক্তদের উচ্ছ্বাসে চট্টগ্রাম বাসীকে ধন্যবাদ জানিয়েছেন বলিউডের কিং খান। বৃহস্পতিবার বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ‘জাওয়ান’ সিনেমাটি মুক্তি পায়। একই দিনে বাংলাদেশেও এই সিনেমা মুক্তি পেয়েছে। প্রেক্ষগৃহে সিনেমাটি দেখতে পেয়ে চট্টগ্রামবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমাটি দেখার জন্য চট্টগ্রামের ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’ বিশেষ ধরনের প্রস্তুতি নিয়েছে। ‘চট্টগ্রাম এসআরকে ইউনিভার্স টিম’ নামে ফ্যান ক্লাবের পক্ষ থেকে কিং খানের ছবি আঁকা টিশার্ট পরে দল বেঁধে সিনেমা হলে ‘জওয়ান’ দেখতে ভিড় জমান তারা ।
সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত একাধিকবার সিনেমাটি দেখেছেন চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র্যালিও করেছেন তারা। দেশের বাইরের ভক্তদের এই ভালোবাসা দেখে বেশ আবেগী হয়ে উঠেছেন শাহরুখ। তাই শনিবার রাতে টুইটারে তিনি চট্টগ্রামের শাহরুখ ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। ইংরেজিতে তিনি লিখেছেন,”থ্যাংক ইউ চট্টগ্রাম”।
Thank u Chattogram!!! https://t.co/ICiyyGOvBx
— Shah Rukh Khan (@iamsrk) September 9, 2023
উল্লেখ্য, বলিউড বাদশার কাছ থেকে বার্তা পেয়ে খুশি চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। এরপরই কিং খানের করা সেই পোস্টে চট্টগ্রামের শাহরুখ ভক্তরা ভালোবাসা, শুভেচ্ছা দিতে শুরু করেন পোস্টের কমেন্টে।