অর্পিতার রথতলার ফ্ল্যাটে কারা আসত? সিসিটিভি ফুটেজ তলব করল ED

এসএসসি ‘দুর্নীতি’ মামলায় রাজ্যের অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ইডির হেফাজতে রয়েছেন। গত ২১ জুলাই পার্থের নাকতলার বাড়ি-সহ ১৫টি জয়গায় হানা দেন ইডির আধিকারিকেরা।…

এসএসসি ‘দুর্নীতি’ মামলায় রাজ্যের অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ইডির হেফাজতে রয়েছেন। গত ২১ জুলাই পার্থের নাকতলার বাড়ি-সহ ১৫টি জয়গায় হানা দেন ইডির আধিকারিকেরা। তদন্ত চলাকালীন ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখান থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে ইডির দল। এরপরের দিনেই দুজনকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisements

তবে টালিগঞ্জের পর পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। উদ্ধার হয়েছে একাধিক মূল্যবান জিনিস। এই ঘটনায় সেই দিনেই আবাসনের সম্পাদককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ওই আবাসনে নিয়মিত কাদের যাতায়াত ছিল তার নথি তলব করল ইডি। চেয়ে পাঠানো হয়েছে সিসিটিভি ফুটেজ।

   

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই ক্লাব টাউনের সম্পাদক অঙ্কিত চৌগাড়িয়াকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। বাইরে থেকে কারা আসতেন? কাদের ওই আবাসনে নিয়মিত যাতায়ত ছিল? সবটা জানতে চায় ইডির আধিকারিকরা। সেজন্য একাধিক নথি নিয়ে ইডি দফতরে হাজিরা দিতে বলে হয়েছে অঙ্কিতকে। গোটা বিষয়ে ইডির আধিকারিকদের সমস্ত রকমভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি।