গোরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ বিশ্বজ্যোতিকে দিল্লিতে ডাকল ইডি

গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে এবার তলব ইডির। এর আগে বোলপুরে গিয়ে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয়…

Anubrata Mandal

গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে এবার তলব ইডির। এর আগে বোলপুরে গিয়ে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এবার দিল্লিতে তলব করা হয়েছে তাকে।

গোরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেই তালিকায় যুক্ত হয়েছে বিশ্বজ্যোতির নাম৷ জানা গেছে, এর আগে অনুব্রত মণ্ডলের পরিচারক হিসাবে কাজ করত বিশ্বজ্যোতি। এখন বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ তার অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক কোটি লেনদেনের হদিশ মিলেছে। সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করেছে ইডি৷

   

সিবিআই সূত্রে খবর, ২০১১ সালে ৫ হাজার টাকার বিনিময়ে কাজ শুরু করেছিল বিশ্বজ্যোতি। তার অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে। সেই টাকা কোথা থেকে এল? এর সঙ্গে কারা যুক্ত? কীভাবে কোটি টাকার মালিক হলেন তিনি, জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

ইতিমধ্যেই গোরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ একাধিক জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ চলছে। আগামী দিনে আর কোন কোন ব্যক্তিকে তলব করে ইডি একইসঙ্গে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিয়ে কী পদক্ষেপ নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকিয়ে ওয়াকিবহাল মহল।