ED: রাজ্যের আরও এক মন্ত্রীকে তলব ইডির, বুধেই হাজিরার নির্দেশ

গত শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকা। এবার সেই টাকার উৎস জানতে তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার ইডির তরফে…

ed search operation at belgharia and howrah on delhi cyber crime case

গত শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকা। এবার সেই টাকার উৎস জানতে তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার ইডির তরফে মন্ত্রীর কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে বুধবার দিন সিজিও ক্লমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা উল্লেখ আছে।

রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় সংস্থা প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে । শুধু তাই নয় তাঁর মুঠোফোনটিও বাজেয়াপ্ত করা হয়।

   

ইডি সূত্রে খবর, যে মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছিল তার তথ্য খতিয়ে দেখার জন্য মন্ত্রী অথবা তাঁর কোনও প্রতিনিধিকে ইডি দফতরে আসতে বলা হয়েছে৷ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, তিনি তাঁর এক প্রতিনিধিকে ইডি দফতরে পাঠাবেন৷

প্রসঙ্গত ইডি সূত্রে আরও জানা গিয়েছিল, তাঁকে এই বিপুল টাকার উৎস সম্বন্ধে জানতে চাইলে তিনি স্পষ্ট জবাব দিতে পারেননি। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি তিনিও নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত?