Mohammedan SC: মোহন-ইস্টের পাশাপাশি দল গঠনের কাজ শুরু করে দিয়েছে মহামেডান

আই লিগে অপ্রতিরোধ্য মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বড় কোনো অঘটন না ঘটলে মহামেডানের ট্রফি জেতা শুধু সময়ের অপেক্ষা। পরের লক্ষ্য ইন্ডিয়ান সুপার লিগ। ইতিমধ্যে…

Mohammedan SC

আই লিগে অপ্রতিরোধ্য মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বড় কোনো অঘটন না ঘটলে মহামেডানের ট্রফি জেতা শুধু সময়ের অপেক্ষা। পরের লক্ষ্য ইন্ডিয়ান সুপার লিগ। ইতিমধ্যে তলায় তলায় দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন কলকাতার অন্যতম প্রধান এই ক্লাব।

চলতি মরসুম শেষ হওয়ার আগে দল গঠন সংক্রান্ত জল্পনা তুঙ্গে উঠেছে। মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে আলোচনা যথারীতি জারি রয়েছে। পিছিয়ে নেই মহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের পক্ষ থেকেও নতুন মরসুমের জন্য ইতিমধ্যে দল সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। যোগাযোগ করা নিচ্ছে নামী বিদেশি ফুটবলারদের সঙ্গে।

আই লিগ ও আইএসএল-এর মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটা পাঞ্জাব এফসিকে দেখলে আঁচ করা যায়। গতবারের আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব অংশ নিচ্ছে আইএসএল-এ। সুপার লিগের প্রথম দিকে ধারাবাহিকভাবে পয়েন্ট হারিয়েছিল দল। প্রথম জয় পেতে অনেক কসরত করতে হয়েছে তাদের। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে স্কোয়াডে একাধিক বদল করার পর দল এখন রয়েছে প্রথম ছয়ে থাকার দৌড়ে।

এখনও পর্যন্ত যা আপডেট তাতে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে একাধিক ফুটবলারকে দলের সঙ্গে যুক্ত করতে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব। সব ঠিক থাকলে ইন্ডিয়ান সুপার লিগ খেলা নামী বিদেশি ফুটবলারকেও সাদা কালো জার্সি পরে দেখা যেতে পারে মাঠে। জল্পনায় রয়েছে পেরেরা দিয়াজের নাম। যদিও চূড়ান্ত এখনও কিছু হয়নি। তবে সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।