পুরসভাগুলিতে নিয়োগের সন্ধান জানতে চেয়ে চিঠি ইডির

পুর নিয়োগে দুর্নীতির খোঁজে তদন্ত ইডির। বিভিন্ন পুরসভায় নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে এই প্রথম রাজ্যের দুই দপ্তরকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।     জানতে চাওয়া হয়েছে,…

Agusta Westland ED Case: Delhi HC Grants Bail to Middleman Christian Michel

short-samachar

পুর নিয়োগে দুর্নীতির খোঁজে তদন্ত ইডির। বিভিন্ন পুরসভায় নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে এই প্রথম রাজ্যের দুই দপ্তরকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

   

জানতে চাওয়া হয়েছে, গত ৮ বছরে কীভাবে নিয়োগ হয়েছে পুরসভাগুলিতে? কারা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে? সূত্রের খবর, দুই দপ্তরের রিপোর্ট পেলে অয়ন শীলের অফিস থেকে প্রাপ্ত তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে।

উল্লেখ্য, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তদন্তে স্বার্থে এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং মিউনিসিপ্যাল সার্ভিসকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, ২০১২ সালের পর থেকে পুরসভায় নিয়োগের প্রক্রিয়ার দায়িত্বে ছিল এই মিউনিসিপ্যাল সার্ভিস দপ্তর। জানতে চাওয়া হয়েছে, পুরসভাগুলিতে কীভাবে নিয়োগ হয়েছে? কারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল? কোন কোন সংস্থা টেন্ডারের মাধ্যমে দায়িত্ব পেয়েছিল? কারা চাকরি পেয়েছে?

ইডির দাবি, অর্থের বিনিময়ে কয়েক হাজার চাকরি বিক্রি হয়েছে। তদন্তে উঠে আসে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজেনের মাধ্যমে রাজ্যের প্রায় সব পুরসভায় নিয়োগ হয়েছে। অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে অযোগ্যরা। এবার তদন্তে গতি আনতে রাজ্যের দুই দপ্তরের কাছে তথ্য চাইল ইডি।