Job News: মাধ্যমিক পাশ করলেই পাবেন স্বাস্থ্য দফতরে চাকরি

রাজ্যে সরকারের স্বাস্থ্য দফতরের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের জেলার বিডিও অফিসগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন করতে হলে হতে হবে…

A girl holding a newspaper with the headline 'job news'

রাজ্যে সরকারের স্বাস্থ্য দফতরের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের জেলার বিডিও অফিসগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন করতে হলে হতে হবে মাধ্যমিক পাশ এবং জেলার স্থায়ী বাসিন্দা। কোনও লিখিত পরীক্ষা হবেনা। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

সামাজিক স্বাস্থ্য বিষয়ক কর্মী (আশা)নিয়োগ করা হবে। অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে। অফলাইন ফর্ম পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

https://nadia.gov.in/notice_category/recruitment/ – থেকে আবেদন ফর্মের প্রিন্ট আউট বের করা যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে সরাসরি অফিসে গিয়ে জমা করতে হবে। ফর্মের সঙ্গে জমা দিতে হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার বা আধার কার্ড এর জেরক্স, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস।

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ১৬ জুন (বিকেল ৪টের মধ্যে)। মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হলেই আবেদন করা যাবে।